মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঋণ পরিশোধ করতে না পেরে ফয়সাল শেখ নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া হাটবাড়ি গ্রামের তার নির্মাণাধীন ছাদ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত ফয়সাল শেখ ফুকরা ইউনিয়নের গুঘালিয়া হাটবাড়ি গ্রামের বাসিন্দা।

ফয়সালের স্ত্রী জানান, আমার স্বামী কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। গত সপ্তাহে কিস্তি দিতে পারেনি বলে এ সপ্তাহে দেওয়ার কথা ছিল। টাকাটা জোগাড় করতে পারেনি বলে এমন ঘটনা ঘটাতে পারে। তবে আমাদের কাউকে কিছু বুঝতে দেননি।

আরও পড়ুন

১৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

আমার স্বামী ভ্যানযোগে ভাঙারি জিনিসপত্র কেনাবেচা করতেন। ঋণ পরিশোধ করার মতো হাতে তেমন কোনো টাকা ছিল না।


বিজ্ঞাপন


কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ফয়সাল এনজিও থেকে নেওয়া টাকা পরিশোধ করতে না পেরে এবং বেকার থাকায় সংসারের অর্থ জোগান না দেওয়ার চাপে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর