বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

খালে ভাসছিল খামার কর্মচারীর হাত-পা বাঁধা লাশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ০৯:১০ এএম

শেয়ার করুন:

খালে ভাসছিল খামার কর্মচারীর হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামের আনোয়ারায় খালে ভাসমান নুর বশর (৫০) নামে হাত-পা বাঁধা এক গরুর খামার কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ফকিরের চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুর বশর কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের মৃত আমিন সোনার ছেলে।


বিজ্ঞাপন


এ ঘটনায় মো. ইসমাইল (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। ইসমাইল নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচর এলাকার বাসিন্দা। তারা ওই এলাকায় হাসানের গরুর খামারে চাকরি করত।

এ বিষয়ে জানতে খামারের মালিক মো. হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কারাগারে শিক্ষক

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, সোমবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফকিরের চর এলাকার খালে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য খামারের একজন শ্রমিককে আটক করা হয়। তবে খামারের মালিক হাসানকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর