মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ০৮:২০ এএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। সোমবার (১০ জুন) সন্ধ্যার পরে বাকেরগঞ্জ উপজেলার রুহিতাপাড় এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলী গ্রামের সাগর (২৮) ও নুরুজ্জামান (৬০)। অপরদিকে আহত হলেন উপজেলার কলসকাঠির চ‌ই নগর গ্রামের শফিকুল ইসলাম অমি (১৮)।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা মোটরসাইকেল মিশু ফিলিং স্টেশনের সামনে এলে মহাসড়কের পশ্চিম পাশে রুহিতারপাড় জামে মসজিদের এক মুসল্লি দৌড় দিয়ে সড়ক পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ঘটনাস্থলে পথচারী মোটরসাইকেলের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে নিহত হন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁটাতারের বেড়ার ওপর পড়লে কাঁটাতারে গলা কেটে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, আহত শফিকুল ইসলাম অমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদিকে নিহত সাগর ও নুরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর