নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. মশিয়ার শেখ (৩২) ও মো. বোরহান শেখ (৩৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ জুন) রাতে উপজেলার খলিশাখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুবককে মাদক সেবনে নিষেধ করায় খুন হন জিন্নত মিয়া
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. মশিয়ার শেখ লোহাগড়া উপজেলার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে এবং মো. বোরহান শেখ একই উপজেলার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে লোহাগড়া উপজেলার খলিশাখালি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুশান্ত কুমার রায় তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এক কিশোরের দায়ের কোপে অপর কিশোর নিহত
এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর রোববার তাদের আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এমইউ