মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৫০টির অধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেলে ছোনপুর গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সমর্থক ও ৭ নম্বর ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে চাঁদ আলী মেম্বারের সমর্থক ও মাতব্বর হারেজ মণ্ডলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ছোনগাছা গ্রামের সুমন নামের এক যুবক একটি পিস্তল বের করে কুটি মিয়ার লোকজনকে হামলা করেন। এ ঘটনায় উভয়ে পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাড়ি ঘর, দোকান ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আটক করে।
বিজ্ঞাপন
আহত ব্যক্তিরা হলেন- সুমন শেখ (২৫) এনামুল শেখ (২২) চঞ্চল (২৩), মিল্টন লস্কার (৩৩) ফয়জুল হক সাগর (৩২)। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়ত উল্লাহ হোসেন রাজনের লোকজন চাঁদ আলী মেম্বার গ্রুপের প্রায় ৫০টির অধিক বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করেছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস