সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা, ১৬ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজ হত্যার ঘটনায় বৃহস্পতিবার (৬ জুন) রাতে ১৬ জনকে আসামি করে নিহত ইজাজের বাবা হাজি আমিনুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকাকে ১ নম্বর আসামি ও হাসান আল ফারাবী জয়কে ২ নম্বর আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৭ জুন) দুপুরে জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের বিজয় মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

মানলায় ১৬ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ, বুধবার (৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বেসরকারি ফলাফলে জয় লাভ করেন। এই খবরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে সড়কে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে হঠাৎ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। তার ছোড়া গুলি মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর