বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরগুনায় দখলকৃত সরকারি কোয়ার্টার উদ্ধার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ১২:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

বরগুনার বামনা উপজেলায় বহিরাগতদের দখলকৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর কোয়ার্টারটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলা পরিষদের বাউন্ডারির মধ্যে দখলকৃত কোয়ার্টারটি উদ্ধার করেন বামনা ভূমি কর্মকর্তা আল ইমরান ও বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিশোর কুমার মন্ডল। এসময় রুম থেকে জামাকাপড়, আসবাবপত্র ও গাঁজার পোটলাসহ মাদকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। যদিও এসময় কাউকে আটক করা যায়নি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোর কুমার মন্ডল বলেন, সরকারি কোয়ার্টার দখলের অভিযোগে আমি এবং ভূমি কর্মকর্তা অভিযান পরিচালনা করে রুমটি উদ্ধার করে সিলগালা করে দিয়েছি। এই কোয়ার্টারে পূর্বে ভূমি কর্মকর্তা স্যার বসবাস করতো। তবে অনেক দিন ধরে এখানে স্যার না থাকায় কোয়ার্টারটি দখল করে বসবাস করতো বহিরাগতরা। তবে অভিযানের পরে আমরা জানতে পারি এই কোয়ার্টারে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইতুল ইসলাম লিটুর লোকজন দখল করেছিল। এ বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বামনা ভূমি কর্মকর্তা (এসিস্ট্যান্ট) পরাগ শাহা বলেন, সরকারি কোয়ার্টার দখল করে রাখা কোয়ার্টারটি উদ্ধার করে সিলগালা করা হয়েছে। এ সময় কাউকে পাওয়া যায়নি। আসবাবপত্র গাজাসহ মিশর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কাউকে অভিযুক্ত করতে পারলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

বামনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, সরকারি কোয়ার্টার অবৈধভাবে দখল করায় অভিযান পরিচালনা করে সিলগালা করে রাখা হয়েছে। কে বা কারা কোয়ার্টার দখল করে রেখেছিল সে বিষয় তদন্ত চলমান আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন