বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকা হতে বিদেশি ৫'শ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ জুন ) সকাল ১১টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেড়ামারা এলাকার আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া এলাকার জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তনু নন্দন রুরামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গজনী অবকাশ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি অটো রিকশাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। তবে এসময় আরও দুই থেকে তিনজন কারবারি পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহমেদ বাদল বলেন, মাদক সমাজের অভিশাপ। মাদকের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক দমনে পুলিশের এমন অভিযান অব্যহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর