বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

১৪ মাস বিল বাকি, কেটে দেওয়া হলো কুমিরা ফায়ার সার্ভিসের বিদ্যুৎ সংযোগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ১৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পিডিপির কর্মকর্তারা।

পিডিবি সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ মাস ধরে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের ১ লাখ ৯৬ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বেশ কয়েকবার নোটিশ করার পরও কর্ণপাত করেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন

নবীন ফায়ার ফাইটারদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, প্রায় ১৪ মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বার বার নোটিশ করার পরেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস কার্যালয়ের অফিস সহকারীরা বেশ কয়েকবার এসেছিল কিন্তু তারা বিদ্যুৎ বকেয়া পরিশোধের ব্যাপারে কোনো কথা বলেননি।


বিজ্ঞাপন


কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, কর্মজীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি। দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার কারণে পানিবাহী গাড়িগুলোতে পানি লোডিং করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর