বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছাত্রলীগ নেতাকে পেটালেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১২:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হামলায় আরিফুল ইসলাম কাজল নামে ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার পিঙ্গলাকাঠি বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত আরিফুল ইসলাম কাজল সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আওয়ামী লীগ নেতা এইচ এম ফিরোজ মিয়া মুকুল পিঙ্গলাকাঠি বাজার কমিটির সভাপতি ও নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

চাঁদা তুলতে গিয়ে ব্যবসায়ীদের গণপিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

হামলায় আহত গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম কাজল বলেন, সোমবার সন্ধ্যার পর পিঙ্গলাকাঠি বাজারে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার কাপ-পিরিচ মার্কার পক্ষে প্রচার-প্রচারণা করছিলাম। এ সময় প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুলের নেতৃত্বে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

image_93935_1717560211


বিজ্ঞাপন


হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল বলেন, আমি হামলা করিনি। বরং কাজল আমার ওপর হামলা চালিয়েছে। আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়োর হোসেন বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তার জন্য আমরা সর্বদা সতর্ক আছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন