শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীর হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

ফেনীর হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

বিশ্বকাপ ফুটবলের সময় ফেনীতে ব্রাজিল সমর্থকদের হামলায় দক্ষিণ কোরিয়ার সমর্থক মো. জসিম উদ্দিন হত্যার ঘটনায় এক আসামীকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দশপাইপ এলাকায় র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।  

গ্রেফতার ব্যক্তির নাম মো. সাকিব (২৪)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দরবেশের হাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ কোরিয়ার খেলার সময় ফেনী শহরের সহদেবপুর এলাকার দক্ষিণ কোরিয়ার সমর্থক এবং মাস্টার পাড়া এলাকার ব্রাজিল সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ব্রাজিল দলের সমর্থকরা দক্ষিণ কোরিয়ার সমর্থকরা কুপিয়ে মো. জসিম উদ্দিনকে হত্যা করে।  এঘটনায় জসিমের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দশপাইপ এলাকায় র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় আলোচিত হত্যা মামলার অন্যতম আসামী মো. সাকিবকে গ্রেফতার করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিনকে মঙ্গলবার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, র‌্যাবের হাতে নারায়নগঞ্জে গ্রেফতারকৃত আসামী জসিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর