রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৫ মণের ‘মামা-ভাগ্নে’ কাঁপাচ্ছে কোরবানির বাজার

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ০২:২০ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ২৫ মণের ‘মামা-ভাগ্নে’ কাঁপাচ্ছে কোরবানির বাজার

মামার ওজন ১ হাজার কেজি ও ভাগ্নের ওজন ৭০০ কেজি। সম্পর্কে তারা আবার মামা-ভাগ্নে। বিশাল এ দু’টি ষাঁড়ের মালিকের দাবি নামকরণ হয়েছে নিজ ইচ্ছাতে নয়। তাদের সম্পর্কের কারণেই এ নাম দেওয়া।

শুনতে অদ্ভুত হলেও বাস্তবেই তারা সম্পর্কে মাম-ভাগ্নে। মামার বোনের সন্তান ভাগ্নে। তাদের থেকেই এই দুই বিশালাকার ষাঁড় দু’টির জন্ম। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ষাঁড় দু’টিকে লালন পালন কর হয়েছে। মামার বয়স ৪ বছর ও ভাগ্নের বয়স সাড়ে ৩ বছর।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘কালা পাহাড়ের’ দাম উঠেছে ১০ লাখ

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ভাটই কুলচারা গ্রামে গেলে দেখা মিলবে দৈত্যাকার ষাঁড় তার নাম আবার মামা। বিশালাকার এই ষাড়ের ওজন কমপক্ষে ১ হাজার কেজি বা ২৫ মণ। আতিয়ার রহমানের বাড়িতে গেলে দেখা মিলবে এ ‘পাকিস্তানি সয়াল’ জাতের এ ষাড়ের । বয়স ৪ বছর । জন্মেছে আতিয়ারের বাড়িতেই। কোরবানির ঈদকে সামনে রেখে এবারই ষাড়টিকে বিক্রি করার মনস্থির করেছে মালিক। পুরো পরিবার ষাড় দু’টির যত্ন-অত্বিত্বে সারদিনই ব্যস্ত সময় পার করছে। এবারের কোরবানির ঈদের হাটে মামার দাম হাকা হচ্ছে ১৫ লাখ ও ভাগ্নের দাম ১০ লাখ টাকা।

Cow-2

কৃষক আতিয়ার রহমান জানান, দিনে কমপক্ষে ৪ বার তাদের গোসল দিতে হয়। খাবারের তালিকা রয়েছে একবারেই দেশীয় খাবার যেমন ভাত, গম, উন্নত জাতের নেপিয়ার ঘাস, খড়। কোনো ধরনের স্টেরওয়েড জাতীয় ওষুধ দেওয়া হয় না।


বিজ্ঞাপন


আতিয়ার রহমানের স্ত্রী আছিয়া বেগম জানান, এই গরমে কোনভাবেই আমরা কেমিকেল দেই না। সন্তানের মতো ভালোবাসা দিয়ে এই ষাঁট দু’টিকে লালন পালন করা হয়েছে।

thumbnail_Jhenidha_mama_vagne_photo

গ্রামবাসী রহমান আলী জানান, এত বড় গরু আমরা এর আগে দেখিনি। এদের নামেও রয়েছে বৈচিত্র।

ঝিনাইদহ সদরের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোনজিৎ কুমার মন্ডল জানান, এ বছর জেলাজুড়ে প্রস্তুত রয়েছে ২ লাখ ৭৯ হাজার কোরবানির পশু। এর মধ্যে চাহিদা রয়েছে ১ লাখ ৬৮ হাজার। উদ্বৃত্ত থাকবে ১ লাখ ১১ হাজার ৫০০ পশু। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর