শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদকাসক্ত স্বামীকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন স্ত্রী, ১ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ১১:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. রফিকুল ইসলাম নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তার স্ত্রী ও বাবা।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৩ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এ কারাদণ্ড দেন।

কারাদণ্ড পাওয়া মো. রফিকুল ইসলাম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মো. সহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

রাজশাহীতে পুলিশের সঙ্গে প্রতারণা, দু’জনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম মাদকসেবন করে প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ মারধর করতেন। এ বিষয়ে মাদকাসক্তের স্ত্রী ও তার বাবা তার বিরুদ্ধে অভিযোগ দেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে মাদকসেবন ও মারধরের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন