ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবেশীর বাড়িতে ঝাড়ফুঁক করতে গিয়ে ফুলজান (৮৮) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর পশ্চিম উলুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ফুলজান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী তারা মিয়ার মেয়ে সাবিকুন্নাহারকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা ফুলজান গ্রামে ঝাড়ফুঁক করতেন। সোমবার দুপুরে প্রতিবেশী সাবিকুন্নাহার ঝাড়ফুঁক করতে ফুলজানকে তাদের বাড়িতে ডেকে নেন। ওই বাড়িতে যাওয়ার পর ফুলজান ও সাবিকুন্নাহারের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাবিকুন্নাহার শাবল দিয়ে ফুলজানের গলায় আঘাত করে তাকে গুরুতর আহত করেন।
খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
নিহত বৃদ্ধার ছেলে মুজিবুর রহমান বলেন, দুপুরে সাবিকুন্নাহার ঝাড়ফুঁকের জন্য আমার মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই প্রতিবেশীদের চিৎকার শুনে জানতে পারি মাকে আঘাত করা হয়েছে। আমার মায়ের কোমরে টাকা থাকত। ধারণা করছি, টাকা ছিনিয়ে নিতেই সাবিকুন্নাহার এ ঘটনা ঘটিয়েছে।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস