সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. ইউনুস আলী (২২) নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন।
সোমবার (৩ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কয়েদি ইউনুস আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
এ ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা গেছে, মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে বন্দি ছিলেন। তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া বলেন, ইউনুস আলীর অস্বাভাবিক আচরণ ছিল। একাধিকবার চিকিৎসাও করানো হয়েছিল। এ রকম কয়েদিদের আমরা একটি কক্ষে অবজারভেশনে রাখি। আজ সেখান থেকে তিনি মেডিক্যালের কথা বলে বের হয়ে নিচ তলা থেকে সরাসরি ছয় তলায় যান। যাওয়ার সময় শুকাতে দেওয়া বিছানার চাদর সঙ্গে নিয়ে যান। পরে সেখানের গ্রিলের সঙ্গে চাদর পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন আমাদের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সে ওখানে গেল কিভাবে? লিখিতভাবে যারা দায়িত্বে ছিল তাদের তো দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে