রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নজরুলকে ধারণ করা হচ্ছে না: খিলখিল কাজী

আনারুল ইসলাম: নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

নজরুলকে ধারণ করা হচ্ছেনা: খিলখিল কাজী

নজরুলকে নিয়ে চর্চা, নজরুল নিয়ে গবেষণা করা হলেও নজরুলকে ধারণ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। তিনি একজন সংগীত শিল্পী এবং সংগঠক। 

গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় কবির ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন খিলখিল কাজী। 


বিজ্ঞাপন


বাংলাদেশে গুণগত মানসম্পন্ন গবেষণা ও চর্চা যথাযথ হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, নজরুলকে নিয়ে গবেষণা, চর্চা সবই হচ্ছে এবং পূর্বের চেয়ে বর্তমানে এটা বহুগুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু নজরুলকে ধারণ করা হচ্ছে না। ধারণক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। নজরুলকে চর্চা, গবেষণা করলেই হবে না তাঁকে ধারণ করতে হবে।

১৯৬২ সালে কলকাতায় জন্ম হলেও দাদু আর বাবার সঙ্গে বাংলাদেশে চলে এসেছিলেন খিলখিল কাজী। বর্তমানে ঢাকায় আছেন তিনি। তার সঙ্গে আছেন বোন মিষ্টি কাজী এবং তাঁর ভাই বাবুল কাজী। দীর্ঘদিন ধরে নজরুল চর্চার সুবাদে খিলখিল কাজীর অভিমত হলো, ‘বিশ্বময় নজরুল চর্চা আগের চেয়ে বেড়েছে। অনেক দেশে তাঁকে নিয়ে কাজ হচ্ছে। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও তাঁকে নিয়ে চর্চা হচ্ছে। তবে কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলীর আরও বেশি অনুবাদ হওয়া প্রয়োজন। শুধু ইংরেজি ভাষাতেই নয়, স্প্যানিশ-ফরাসি-জার্মানিসহ সব ভাষার পাঠকের কাছে পৌঁছে দেওয়া দরকার কবিকে।’

২০১৩ সালে নজরুল ইনস্টিটিউট প্রদত্ত ‘নজরুল পদক’ পান খিলখিল কাজী। ওই বছর পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়াতে অবস্থিত নজরুল একাডেমিও তাঁকে পদক দেয়। কবির পৌত্রী নজরুলের প্রচার ও প্রসারে কাজ করে চলেছেন অবিরাম।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর