মেহেরপুরের গাংনীতে পাঠ প্রদর্শনরত অবস্থায় ট্রেনিং ক্লাসেই লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী।
রোববার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টাকার জন্য আটকে রাখা হলো শিশু রোগীকে, হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু
মুর্শিদা খাতুন মৌসুমী উপজেলার মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং একই এলাকার সাবেক সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. সীমা বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান হাবিব জানান, শিক্ষাক্রম বিস্তরণ ২০২১-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বিকেল সাড়ে ৩টার দিকে গাংনীস্থ ইউআরসি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠ প্রদর্শনরত অবস্থায় হঠাৎ করে সহকারী শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ড. সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউআরসি কো-অর্ডিনেটর আবুল খায়ের জানান, আজকে আমি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলাম না। শিক্ষিকা মুর্শিদা খাতুন মৌসুমী কী কারণে মারা গেছেন বা প্রশিক্ষণ ক্লাসে কী ঘটেছিল সে বিষয়ে আমার জানা নেই।
প্রতিনিধি/ এমইউ

