মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থানায় ডিউটিরত অবস্থায় বুকের ব্যথায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

থানায় ডিউটিরত অবস্থায় বুকের ব্যথায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর থানায় কর্মরত অবস্থায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

শনিবার (২ জুন) বিকেল পৌনে পাঁচটায় তিনি কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪২) বছর।


বিজ্ঞাপন


po

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃনা ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোগী আসা মাত্রই আমরা ইসিজি করি। কিন্তু তার অবস্থা ভালো ছিল না। পরে উনি মারা যান।

আরও পড়ুন

মৌলভীবাজারে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটায় থানায় ডিউটিরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রাজ্জাক। এ সময়  সহকর্মীরা তাৎক্ষণিক তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


২০২১ সালে কাজিপুর থানায় যোগদান করেন আব্দুর রাজ্জাক। তিনি কাজিপুর থানায় সাড়ে তিন বছর কর্মরত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর