মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াফি (৮) ও ইশা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১ জুন) দুপুরের দিকে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত ইয়াফি ও ইশা পরস্পর আপন দুই বোন। তারা কোহিত গ্রামের হযরত আলীর মেয়ে।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো বাবুল সেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। অনেক সময় বাড়িতে না আসায় তার মা তাদের খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন মা। সেখান থেকে দুই বোনকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর