বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ১০:০৩ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

ঝালকাঠিতে বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লীল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব-৮।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঝালকাঠি শহরে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন

আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণী আটক

আটক ব্যক্তিরা হলেন- শিহাব গ্রুপের দলনেতা ভৈরবপাশা এলাকার বশির আহমেদের ছেলে শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার রুহুল আমিনের ছেলে আজিজুল হাওলাদার (১৯), ফকিরবাড়ি এলাকার আ. রহিমের ছেলে রবিন হাওলাদার (১৭) চাঁদকাঠি এলাকার শামীম মিয়ার ছেলে রুমান (১৭) মহদিপুর এলাকার মো. ফারুকের ছেলে হৃদয় (১৭), সাব্বির গ্রুপের দলনেতা বাসন্ডা এলাকার হাবিব খানের ছেলে সাব্বির খান (১৮), একই এলাকার নাসির উদ্দিন শরীফের ছেলে গোলাম মোর্শেদ, কাঠপট্টি এলাকার (উদ্বোধন স্কুলের পাশে) শহিদ হাওলাদারের ছেলে মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার রুহুল হাওলাদারের ছেলে রাফি হাওলাদার (১৬), চাঁদকাঠি এলাকার শহিদ হাওলাদারের ছেলে স্বাধীন হাওলাদারস (২১) রাফিম গ্রুপের দলনেতা রূপনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ এলাকার রুবেল মাঝির ছেলে শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার খোকন আলীর ছেলে নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকারসাহেব আলী হাওলাদারের ছেলে জিহাদ হাওলাদার (১৭), বৈদারাপুর এলাকার আবু সুফিয়ানের ছেলে সিদ্দিকুর রহমান শাওন (১৬) সজিব গ্রুপের দলনেতা চরভাটারাকান্দা এলাকার মোজাম্মেল হাওলাদারের ছেলে সজিব হাওলাদার(১৭), কৃষ্ণকাঠি এলাকার করিম খলিফার ছেলে জুবায়ের খলিফা (১৭), চরভাটারাকান্দা আলামিন হাওলাদারের ছেলে রনি হাওলাদার (১৬), গাবখান ব্রিজ এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে রমজান হোসেন (১৭), পুর্বচাঁদকাঠি এলাকার নান্না খলিফার ছেলে হামিম খলিফা(১৭)।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, র‍্যাব অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২০ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর