বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার ৯ দিন পর অভিযুক্ত মো. রবিন হোসেনকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল।

বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাগাড়ি বাজার এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রবিন হোসেন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে।

শুক্রবার (৩১ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

rapeist

উল্লেখ্য, গত ২০ মে ওই প্রতিবন্ধীর এক আত্মীয় মারা যাওয়ায় তার মা দাফন-কাফনের জন্য মেয়েকেসহ বাড়ি দেখার জন্য তার ভাসুরকে বলে চলে যান। আর এই সুযোগে মানিক কর্মকারের ছেলে মো. রবিন হোসেন বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে (১৬) ধর্ষণ করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

আবাসিক হোটেল থেকে ৩১ তরুণ-তরুণী আটক

পরে এ ঘটনায় ২২ মে ধর্ষিতার মা বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক রবিন পলাতক থাকায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে তাড়াশ থানায় হস্তান্তর করে।

তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, আসামিকে শুক্রবার দুপুরে র‌্যাব-১২ এর একটি দল তাড়াশ থানায় হস্তান্তর করে। পরে বিকেল ৩টার দিকে আসামি রবিনকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন