সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

শখের মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরা হ‌লো না যুবকের

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট থে‌কে মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফিরছিলেন হাসাবুল (২৮)। কিন্তু প‌থে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

শুক্রবার (৩১ মে) বি‌কে‌লে জেলার দামুড়হুদা উপ‌জেলার উ‌জিরপুর নামকস্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।


বিজ্ঞাপন


নিহত হাসাবুল দামুড়হুদা উপ‌জেলার নাটুহদ ইউ‌নিয়‌নের খ‌লিশাগা‌ড়ি গ্রামের ইয়াকুব আলীর ছে‌লে। তিনি পেশায় ক‌রিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদ‌র্শী উজিরপুর গ্রা‌মের ইকরামুল হো‌সেন জানান, মোটরসাই‌কেলে করে চ‌ুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার দি‌কে যাওয়ার পথে হাসাবুল উ‌জিরপুর মাদরাসার কাছে এক‌টি অটোরিকশা ওভার‌টেক কর‌ার চেষ্টা করেন। এ সময় মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিনি সড়‌কে প‌ড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

সিরাজগঞ্জে অটোরিকশাকে চাপা দিল ট্রাক, প্রাণ গেল ২ যাত্রীর

পথচা‌রীরা তা‌কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।


বিজ্ঞাপন


নিহতের বাবা দিনমজুর ইয়াকুব আলী জানান, ছে‌লে হাসাবু‌লের অনেক বছ‌র ধরে মোটরসাই‌কেল কেনার শখ ছিল। পছন্দ মতো মোটরসাই‌কেল কি‌নে বা‌ড়ি ফেরার কথা ছিল। কিন্তু পথে ছেলে মারা গেছেন।

দামুড়হুদা ম‌ডেল থানার এসআই আসাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, হাসাবুলের মর‌দেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে রাখা আছে। প‌রিবা‌রের আবেদনের প্রে‌ক্ষি‌তে এ ব্যাপা‌রে থানায় এক‌টি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন