শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় জসিমুদ্দীন প্রামানিক (৬৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তি কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামনিকের ছেলে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদী হয়ে একজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কলমা ইউপি গ্রামের জৈনক মৃত ব্যক্তির বুদ্ধি প্রতিবন্ধী যুবতী কন্যা (৩৭) বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী জসিমুদ্দীন দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। মে মাসের ২২ তারিখে রাত সোয়া ৯টার দিকে ওই প্রতিবন্ধীর ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই বুদ্ধি প্রতিবন্ধী। গত ২৯ মে বুধবার রাত ৯টার দিকে ধর্ষক বাড়িতে ঢুকে ওই প্রতিবন্ধীকে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই বুদ্ধি প্রতিবন্ধীর চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ওই বাড়িতেই আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন। তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ওই প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

ওই প্রতিবন্ধী পুলিশকে জানান ১ সপ্তাহ আগে তাকে ধর্ষণ করে আবারও বাড়িতে এসে ধর্ষণের চেষ্টা করেন জসিমুদ্দীন প্রামানিক।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা বাদী হয়ে  একজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর