শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ফেনীতে পুণরায় চেয়ারম্যান হলেন শুসেন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

ফেনীতে পুণরায় চেয়ারম্যান হলেন শুসেন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল দোয়াত কলম প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৮৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মনজুর আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩০৯ ভোট। ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে শহীদ উল্যাহ খোন্দকার টিউবওয়েল প্রতীকে ২ লাখ ৩ হাজার ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া উড়োজাহাজ প্রতীকে ১৪ হাজার ৮৯৫ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার কলস প্রতীকে ২ লাখ ২ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আঞ্জুমান আক্তার প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ৩৪৫ ভোট পান।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। তন্মধ্যে ২লাখ ২৪ হাজার ৩৪০ জন ভোট দিয়েছেন।  এর মধ্যে ৩ হাজার ১৪২টি ভোট বাতিল করা হয়। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.৯৩ শতাংশ।


বিজ্ঞাপন


বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল বলেন, আমি ছাত্রজীবন থেকেই মাটি ও মানুষের জন্য কাজ করতে করতে বড় হয়েছি। বিগত আড়াই বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকে সততার সঙ্গে নৈতিকতার সমন্বয়ে কাজ করেছি। মানুষের জন্য কাজ করেছি বলেই মানুষ আমাকে ভোট দিয়ে পুণরায় চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর