নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের স্ত্রী ফেরদৌসী ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেইসঙ্গে তিনি হবেন শিবপুর উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।
এছাড়া ফেরদৌসী ইসলাম শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতিরও দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞাপন
ফেরদৌসী ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মো. আরিফ-উল-ইসলাম মৃধার থেকে ৪ হাজার ৭০৭ ভোট বেশি পেয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী ফেরদৌসী ইসলাম পেয়েছেন ৪৭ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরিফ-উল-ইসলাম মৃধা (দোয়াত-কলম) পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মাঝে একে ফজলুল হক (আনারস) পেয়েছেন ৮৫৩ ভোট, মো. আসাদুজ্জামান (মোটরসাইকেল) পেয়েছেন ১৩ হাজার ৩ শ ৮৮ ভোট।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ হাজার ৫ শ ৯০ ভোট পেয়ে নাছিমা সুলতানা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ইফতেখার উদ্দিন খান ৩১ হাজার ২ শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিনিধি/এমএইচএম