নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা।
বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
আহম্মদ আলী মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে ২০ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমান (আনারস) নিয়ে ১৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
এর আগে, উপজেলার ৭২টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
গুরুদাসপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিল ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ৯১ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৩৯ জন। এ উপজেলায় একজন হিজড়া ভোটার রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচএম