বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৌমার হাত ধরে এসে ভোট দিলেন ৯২ বছরের আয়জান

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১২:০২ পিএম

শেয়ার করুন:

বৌমার হাত ধরে এসে ভোট দিলেন ৯২ বছরের আয়জান

আয়জান বেওয়া (৯২)। বয়সের ভারে যেন শরীর নুয়ে পড়েছে, আগের মতো আর চলতেও পারেন না। চোখেও তেমন ভালো দেখতে পায় না। তবুও লাঠিতে ভর করে পুত্রবধূর সঙ্গে ভোট দিতে কেন্দ্রে এসেছেন তিনি।

বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন এ বৃদ্ধা।


বিজ্ঞাপন


আয়জান বেওয়া গুরুদাসপুর  উপজেলার ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়নের খাগড়াদাউ গ্রামের মৃত শাইখ প্রমানিকের স্ত্রী। পরিবারে দুই ছেলে রয়েছেন। ছোট ছেলে শারীরিক দৃষ্টি প্রতিবন্ধী।

thumbnail_IMG_20240529_113826

স্বামী শাইখ প্রামানিক ৬ বছর আগে মারা যান। এরপর থেকে বৃদ্ধা আয়জান তার বড় ছেলের সঙ্গে থাকেন। জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার যে ভোট দিয়েছেন, তার হিসেব মনে নেই। সামনে নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা প্রশ্নের উত্তর দিতে পারেননি এ বৃদ্ধা।

আরও পড়ুন

নওগাঁয় ভোট কেন্দ্র ফাঁকা, ২ ঘণ্টায় পড়েছে ১৩২ ভোট

ছেলের বৌ মোছা. রেহেনা বেগম ঢাকা মেইলকে বলেন, আমার শাশুড়ির দুই ছেলে। এক ছেলে দৃষ্টি প্রতিবন্ধী। শ্বাশুড়িসহ দেবর আমাদের সঙ্গে থাকেন। তাদের দেখাশোনা করার মতো আমরা ছাড়া কেউ নেই। শ্বাশুড়িও তেমন চোখে দেখতে পান না। অন্যের সাহায্য তিনি হাঁটাচলা করেন। শ্বাশুড়ি ভোট দেবেন। তার ইচ্ছায় সঙ্গে নিয়ে কেন্দ্রে ভোট দিতে এসেছি। তিনি নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশিও হয়েছেন।

thumbnail_IMG_20240529_113801

বৃদ্ধা আয়জান বেওয়া ঢাকা মেইলকে বলেন, বাবা হাঁটতে পারি না, চোখেও তেমন দেখতে পাই না। ভোট দিতে আইছি ছেলে বৌয়ের সাথে। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। একা একা চলাচল করতে শক্তি পাই না। বয়স তো কম হলো না। এখন কবে আল্লাহের ডাক আসে। জীবনে আর ভোট দিতে পারমু কি না তা জানি না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর