বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১১:২৬ পিএম

শেয়ার করুন:

এমপি আনার হত্যা: শিমুলের সহযোগী সাইফুল গ্রেফতার

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল মেম্বার সেখানে আত্মগোপনে ছিলেন। 


বিজ্ঞাপন


442020486_917612543472776_630988563317041726_n

গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক, বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবি সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন। 

আরও পড়ুন

যশোর সদর উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইফুল মেম্বার চরমপন্থী শিমুল ভূঁইয়ার 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে পরিচিত। সে যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামিও এবং একটিতে পলাতক আসামি। সে এ সকল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার আদর্শ মৎস নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়। সে যশোরের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


বিজ্ঞাপন


436332220_1125844142003465_6874570349522053483_n

এক প্রশ্নের জবাবে এসআই মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সাইফুল্লাহ মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিল। সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করত। এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর