উপজেলা পরিষদ নির্বাচনে মারুফ হোসেন সুনামের চশমা প্রতীকের পক্ষে সরাসরি ভোট চাওয়ার অভিযোগে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ মে) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান স্বাক্ষরিত এক নোটিশে তাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যশোর সদর উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন
এর আগে শনিবার (২৫ মে) রাতে উপজেলার চরনবীপুর গ্রামে নিজ বাড়িতে নেতা-কর্মীদের মিটিংয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের চশমা প্রতীকের পক্ষে ভোট চান চয়ন।
সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিটুস লরেন্স চিরান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কসবায় জাল ভোট দেওয়ার চেষ্টা, একজনের সাজা
বিজ্ঞাপন
তিনি জানান, এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগসহ একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছিল। পরে সোমবার (২৭ মে) তাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ বিভ্রাট থাকায় নোটিশ পাঠানো সম্ভব হয়নি। আজ নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ