মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লালমনিরহাটে স্ত্রী জোছনা বালা হত্যার দায়ে স্বামী সুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৭ মে) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দন্ডপ্রাপ্ত সুশীল চন্দ্রের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ জুন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পুর্ব কাদমা মালদা পাড়া গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা বালাকে লাঠি দিয়ে আঘাত করলে জোছনা বালা গুরুতর আহত হয়। এ ঘটনার পর নিহতের ভাই ফনি বর্মন বাদী হয়ে ওই দিন হাতীবান্ধা থানায় সুশীল চন্দ্রের নামে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরদিন আহত অবস্থায় জোছনা বালার মৃত্যু হয়। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে সংশোধিত হয়ে নথিভুক্ত করা হয়।

লালমনিরহাট পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন জানান, দীর্ঘ শুনানি শেষে দন্ডবিধি ৩০২-এ বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করেছেন। তবে আসামি পলাতক রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর