সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে রানা শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার বাটিকামারা জিজাবাগান এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


কুমারখালী রেলওয়ে স্টেশনের মাস্টার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রানা উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।


বিজ্ঞাপন


নিহতের বড় ভাই রিপন জানান, রানা ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল। এজন্য তাকে বাড়িতে আটকে রাখা হয়। আজ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে বের হয়ে সে ট্রেনে কাটা পড়ে।

স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস টেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর