বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রেমালের তাণ্ডবে ভোলায় ঘরচাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ১০:২৭ এএম

শেয়ার করুন:

রেমালের তাণ্ডবে ঘরচাপায় প্রাণ গেল নারীর

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় ঘরচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মনেজা খাতুন (৫০)।

সোমবার (২৭ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।


বিজ্ঞাপন


মনেজা খাতুন ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী।

 

স্থানীয়দের বরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওই নারী ও তার এক নাতি ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে ঝড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। তবে তার নাতির কোনো ক্ষতি হয়নি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, দ্বীপ জেলা ভোলায় ধেয়ে আসা ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি সাইক্লোন শেল্টার। এ সবের ধারণ ক্ষমতা ৪ লাখ ৩৪ হাজার ৫০০ জন। মাঠে কাজ করবে সিপিপির ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক। এছাড়া মেডিকেল টিম গঠন করা হয়েছে ৯৮টি। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা থাকবে ৮টি কন্ট্রোল রুম। 

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর