বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে কারখানা দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

উপজেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

সাভারে কারখানা দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

ঢাকার সাভারে বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড নামের একটি কারখানা দখলের অভিযোগ উঠেছে। এসময় তথ্য সংগ্রহ করতে গেলে দ্য ডেইলি স্টার ও নাগরিক টিভির প্রতিনিধি আকলাকুর রহমান আকাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি ঢাকার পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৬ মে) সকালে ঢাকার সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক্স লিমিটেড নামের কারখানার ভেতর এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ কুমার রায় জানান, শনিবার সকাল ৯টার দিকে সী পার্ল গ্রুপের লোকজন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও কয়েকশ সন্ত্রাসী নিয়ে জোড়পূর্বক তাদের কারখানায় প্রবেশ করে। পরে হামলাকারীরা কারখানা থেকে বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের নিরাপত্তা কর্মী, কর্মকর্তা, কর্মচারীদের বের করে দিয়ে কারখানা ও অফিস ভবন দখল নেয়। পরে হামলাকারীরা কারখানার সকল সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে।

তিনি আরও বলেন, সাভার মডেল থানার কাছে আদালতের ১৪৫ ধারার আদেশের কপি থাকা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে দখলের বিষয়টি জানালে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু তারা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

কারখানাটির শ্রমিক মো. লিমন বলেন, আজকে সকালে নতুন মালিকপক্ষের লোকজন আসার পর হঠাৎ আমাদের কারখানায় অনেক লোকজন জড়ো হয়। এসময় সেখানে একজন লোক এসে মোবাইলে ছবি তুলতে থাকে। সেটি দেখে উপস্থিত লোকজন ক্ষেপে গিয়ে তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে তার মাথায় ঢালা হয় এবং লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে জানতে পারি যিনি মার খেয়েছেন তিনি একজন সাংবাদিক।

এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বলেন, সকালে বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেড নামের একটি কারখানা একটি পক্ষ দখল করতে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে অনেক লোকজনসহ পুলিশ একত্রিত হয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে কারখানার ভেতরে গিয়ে দেখি কারখানার সিসি ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে, কম্পিউটার খুলে নিয়ে যাচ্ছে কেউ কেউ। এসব ঘটনার ছবি তুলতেই পেছন থেকে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে মুখসহ শরীরে কিল ঘুষি মারতে থাকে। পরে তারা আমার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মোবাইল উদ্ধার করা গেলে ঘটনা এবং সেখানে উপস্থিত অনেকের ছবি পাওয়া যাবে।

এদিকে, বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানার বর্তমান ব্যবস্থাপক (প্রশাসন) পরিচয় দিয়ে মশিউর রহমান নামের এক ব্যক্তি ঢাকা মেইলকে বলেন, আজকেই আমরা কারখানা বুঝে পেয়েছি। তবে কারখানার ভিতরে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। বাইরে কিছু ঘটেছে কিনা শুনিনি। এসময় কারখানার মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, স্যারেরা জরুরি মিটিংয়ে আছেন এখন কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ঢাকা মেইলকে বলেন, সকালে সাংবাদিক আখলাকুর রহমান আকাশকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় তার মুখমণ্ডল, চোখ ও নাকে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান ঢাকা মেইলকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে গিয়ে আহত সাংবাদিককেও দেখে এসেছি। তবে বিষয়টি নিয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর