বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বরগুনায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, জনমনে আতঙ্ক

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, জনমনে আতঙ্ক

দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

রোববার (২৬ মে) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে দক্ষিণাঞ্চলে উপকূলীয় নয়টি জেলার মধ্যে বরগুনাকেও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আনতে বলা হয়েছে। এমন অবস্থায় ঝড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টির কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।


বিজ্ঞাপন


দেখা যায়, কুয়াকাটা সমুদ্রসৈকত, বরগুনার পায়রা, বিশ খালি, বলেশ্বর নদীতে জোয়ারে পানি বৃদ্ধিসহ ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। আশপাশের আবহাওয়া গম্ভীর হয়ে উঠতে শুরু করছে। বাতাসের গতিও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আকাশে কালো মেঘ ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সিপিপি, রেডক্রিসেন্ট, কোস্টগার্ড, জেলা প্রশাসকের তথ্য অফিসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলো শহর- গ্রাম ও নিম্ন অঞ্চলের মানুষকে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে।

ঘূর্ণিঝড় রেমাল উপকূলে যেকোনো সময় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যে সরকারি- বেসরকারিসহ বিভিন্নভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর