সিলেটের দক্ষিণ সুরমায় দাদার সঙ্গে রাস্তায় হাঁটতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাইশা আক্তার নামের সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে মোগলাবাজার থানা পুলিশ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
নিহত শিশু মাইশা আক্তার সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রিপন আহমদের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিল মাইশা। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা মাইশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশু মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যায়।
বিজ্ঞাপন
মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দাদার সঙ্গে রাস্তায় হাঁটতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মাইশা আক্তার নামের ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস