ফেনীর সোনাগাজী থানায় দায়ের করা একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি নুরুন নবী রানাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে ফেনী শহরের দাউদপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে আদালতের মাধ্যমে রানাকে কারাগারে পাঠানো হয়।
রানা সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ২ বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ ছিল।
পুলিশ জানায়, ২০১৫ সালের ৭ মার্চ মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে নুরুন্নবীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মাসখানেক কারাভোগের পর জামিনে বের হয়ে তিনি গা ঢাকা দিয়ে গোপনে কাতারে চলে যান। পরে মামলার রায়ে তাকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সাজা ঘোষণার পর পুলিশ তাকে গ্রেফতার করতে নানা চেষ্টা চালায়। কিন্তু এক পর্যায়ে স্বজনদের মাধ্যমে জানা যায় রানা কাতারে চলে গেছেন।
বিজ্ঞাপন
সোনাগাজী থানার ওসি সুদ্বীপ রায় জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে ফেনী শহরের দাউদপুল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। রানা গ্রেফতার এড়াতে দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/এসএস