বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাটের নিচে ১৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে হাসানুজ্জামান (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাসার খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার হাসানুজ্জামান রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা (নাখরাজ) এলাকায় অভিযান চালায়। এ সময় হাসানুজ্জামানের বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হাসানুজ্জামানের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন