মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিবগঞ্জে ফের নজরুল ইসলাম নির্বাচিত

জেলা প্রতিনিদি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২২ মে ২০২৪, ০১:০৮ এএম

শেয়ার করুন:

শিবগঞ্জে ফের নজরুল ইসলাম নির্বাচিত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


সৈয়দ নজরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ৮১ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাসীন আলী মিয়া মোটরসাইকেল প্রতীকে ৬৭ হাজার ৩০ ভোট পেয়েছেন।

সৈয়দ নজরুল ইসলাম ১৪ হাজার ৮১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে রবিউল খান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম রেজা তালা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। ২২ হাজার ৫৪৬ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রবিউল খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. শিউলি খাতুন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. নুরজাহান ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট। মোসা. শিউলি খাতুন ১২ হাজার ৪২১ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর