শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

উল্লাপাড়ায় সেলিনা মির্জা ও তাড়াশে মনি বিজয়ী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১২:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই নির্বাচনে উল্লাপাড়া উপজেলায় মোটর সাইকেল প্রতীকে ৮৮ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার কন্যা সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খাঁন বিনু হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮৬১ ভোট। দুইজনের ভোটের ব্যবধান ৬৬ হাজার ৩৩১।


বিজ্ঞাপন


অপর দিকে বেসরকারি ফলাফলে তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনি। তিনি দোয়াত কলম

প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১৩১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬২৭ ভোট। তাদের দুজনের

ভোটের ব্যবধান মাত্র চার হাজার ৫০৪টি।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার গণপতি রায় বেসরকারিভাবে জেলার উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ফলাফল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন