শেরপুরের ঝিনাইগাতীতে টাকার জন্য মায়ের পা ভেঙে দিয়েছেন এক ছেলে। এ ঘটনায় ছেলে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
সোমবার (২০ মে) দিবাগত রাতে তাকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ মে) ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
অভিযুক্ত মো. হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, গত রোববার (১৯ মে) দুপুরের দিকে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসারের খরচ বাবদ টাকা চান। কিন্তু মায়ের কাছে টাকা না থাকায় এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মা আল্পনা বেগমের শরীরে জখম করে তার দুই পা ভেঙে দেন হাবিবুর রহমান। পরে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) ঝিনাইগাতী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন।
মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির শেরপুর জেলা সভাপতি আলমগীর আল আমিন হারুন বলেন, যার কারণে পৃথিবীতে আলোর মুখ দেখে সন্তান, সেই গর্ভধারিনী মাকে টাকার জন্য পিটিয়ে জখম ও পা ভেঙে দেওয়ার মতো ঘটনা একেবারে সবচেয়ে নিন্দনীয় কাজ। তদন্তসাপেক্ষে এই ছেলেকে আইনের আওতায় আনা ও পাশাপাশি সামাজিক সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধিয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, লিখিত অভিযোগ পেয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/জেবি