সুনামগঞ্জের চার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে তিনটিতে আওয়ামী লীগে আওয়ামী লীগে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একটিতে (জামালগঞ্জে) নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি নুরুল হক আফিন্দি।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৯ হাজার ১১১। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি নুরুল হক আফিন্দি পেয়েছেন ১৩ হাজার ৬৯৮ ভোট। এই উপজেলায় আওয়ামী লীগের অন্য প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল আল আজাদ (ঘোড়া) পেয়েছেন ১৩ হাজার ৫৩১ ভোট।
বিজ্ঞাপন
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন (আনারস) পেয়েছেন ৩৬ হাজার ৫১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান (কাপ পিরিছ) পেয়েছেন ২০ হাজার ১৩ ভোট।
ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ (ঘোড়া) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৮৮৩। নিকটম প্রতিদ্বন্দ্বী নাসরিন সুলতানা দিপা (আনারস) ১১ হাজার ৬২৫ ভোট পেয়েছেন।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘাম ঝরানো জয় পেয়েছেন ধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার (আনারস)। মঙ্গলবার (২১ মে) রাত ১০টা ৪৪ মিনিটে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম। রফিকুল ইসলাম তালুকদারের প্রাপ্ত ভোট ১৬ হাজার ১৯২। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক দীলিপ কুমার বর্মণ (ঘোড়া), তিনি পেয়েছেন ১৪ হাজার ৮০২ ভোট।
রাতে স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/জেবি

