বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাগাতিপাড়ার চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ মে ২০২৪, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের বিএনপির বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


জাহাঙ্গীর হোসেন মানিক মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শরিফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।

আর আগে, ৪৮টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। 

বাগাতিপাড়া উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান ১৪ হাজার ২৪৫ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম ১৮ হাজার ৫৭৩ ভোট পান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ৯৮৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ৫৭ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ৫৮ হাজার ৮৪৮ জন  ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর