বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোটের আগের রাতে প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১ মে ২০২৪, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

ভোটের আগের রাতে প্রচারণা, দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নির্বাচনে ভোটের আগের রাতে আচরণবিধি লংঘন করে গোপনে নির্বাচনী প্রচারণাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করেছে পুলিশ।

সোমবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াখোঁড়া ইউনিয়নের জোকা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। একই স্থান থেকে শালিক প্রতীকের আরেক চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির প্রাইভেটকারও জব্দ করা হয় বলে পুলিশ জানায়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জন্ম দিয়েছে নানা সমালোচনার। সেই ভিডিওতে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনির এক কর্মীকে বলতে দেখা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের আপন ভাই পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার জন্য এসেছেন। সে সময়  তাদেরকে স্থানীয় জনতা আটক করেছে।

elec

এ বিষয়ে জানতে পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


বিজ্ঞাপন


ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নিয়ম ভেঙে ভোটের আগের রাতে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের আপন ভাইসহ কয়েকজন প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় স্থানীয় জনতারা তাদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, একই স্থান থেকে শালিক প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান জনির গাড়িও আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও

সহকারী রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীর গাড়ি জব্দ করে পুলিশ থানায় নিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর