বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে উপজেলা নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২০ মে ২০২৪, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে উপজেলা নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) রাজনগর থানা প্রাঙ্গনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান।

এসময় পুলিশ সুপার বলেন, আমরা এর আগের ধাপের উপজেলা নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্পন্ন করেছি। এই নির্বাচনেও আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের পুলিশের ইউনিফর্মের মর্যাদা এবং মৌলভীবাজার জেলা পুলিশের ভাবমূর্তি যাতে কোনভাবে ক্ষুন্ন না হয় সেদিক বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন

তালায় চমক দেখাবে আমিনুল ইসলামের দোয়াত-কলম

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকসহ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর