বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২০ মে ২০২৪, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটা

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীকের) প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলামকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (১৯ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল

এ ঘটনায় আহত শহিদুল ইসলামকে দেখতে সদর হাসপাতালে যান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা করা হয়। 

আহত মো. শহিদুল ইসলাম বলেন, সোমবার গভীর রাতে আনারস প্রতীকের ৭-৮ জন কর্মী আমার বাড়িতে এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আমার মাথায় ও বুকে পিস্তল ধরে বলে, ‘শালা তুই বিএনপি করিস, তোকে আজ উচিৎ শিক্ষা দিব'। এসব কথা বলে তারা আমার মাথায় ও শরীরে হাতুড়ি এবং রড দিয়ে আঘাত করলে আমি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু সাঈদ

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক ঢাকা মেইলকে বলেন, আনারস প্রতীকের সন্ত্রাসী বাহিনী আমার প্রধান সমন্বয়কারীর বাড়ির দরজা ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে। তারা তার বুকে পিস্তল ঠেকিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এখন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দোষীদের গ্রেফতার এবং দ্রুত বিচার দাবি করছি। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঢাকা মেইলকে বলেন, আনারস প্রতীকের সমর্থকরা মোটরসাইকেল কর্মীকে মারপিট করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর