আওয়ামী লীগ দেশটাকে লক্কর ঝক্কর বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, লক্কর ঝক্কর বাস আর বাসের গরীব গরীব চেহারা দেখলে নাকি আওয়ামী লীগ নেতাদের লজ্জা লাগে। দুর্নীতি, লুটপাট করে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে তারা দেশটাকেই লক্কর ঝক্কর দেশে পরিণত করেছে। ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, টানেল বানালেই ধনী হয়ে যায় না। বরং এসব মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অথচ মানুষ দিন দিন গরীব থেকে গরীব হচ্ছে। মানুষের গরীবী চেহারা তারা মেকআপ দিয়ে ধনী করা যায় না।
বিজ্ঞাপন
রোববার (১৯ মে) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বিকেলে ত্রিশালে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে দুর্নীতি ,লুটপাট,অর্থপাচারসহ কেলেঙ্কারিকে আড়াল করার অপচেষ্টা করছে । অবাধ সাংবাদিকতায় বাধা দিয়ে সরকার চলমান অর্থনৈতিক সঙ্কট, রিজার্ভের নিম্নগতি, অর্থনীতির বেহাল অবস্থাসহ নানা কেলেঙ্কারী ধামাচাপা দিতে চায়।
আওয়ামী লীগ নেতাদের পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, পৃথিবীর কোনো সেন্ট্রাল ব্যাংক থেকে অর্থ লুটপাটের পর ধামাচাপা দেওয়া হয়? হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের টাকা সরিয়ে নেওয়ার পরও একমাস সেই সংবাদ ধামাচাপা দেওয়া হয়েছিলো। সেকারণেই সাংবাদিকগণ বাংলাদেশ ব্যাংকে যাবেন এবং খোঁজ খবর রাখবেন। বরং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া অপকর্ম আড়াল করার অপচেষ্টা ।
বিজ্ঞাপন
প্রিন্স আরও বলেন, ৭ জানুয়ারীর সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সরকারের সাজানো পাতানো ডামি নির্বাচন। জনগণ প্রথম ধাপের উপজেলা নির্বাচন বর্জন করে সরকারের সাজানো পাতানো ফাঁদকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। পরবর্তী সকল ধাপের নির্বাচনও বর্জন করে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ,শুভানুধ্যায়ী এবং জনসাধারণের প্রতি নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত না হবার এবং নির্বাচনের দিন ভোট প্রদান থেকে বিরত থেকে উপজেলা নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এসব কারণে জনগণ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। তাই সরকার সাজানো পাতানো নির্বাচনী উৎসব দেখাতে চাইলেও জনগণের বর্জনের মুখে সরকারের এই নাটক সুপার ফ্লপ হয়েছে।
তিনি বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদ জানিয়ে বলেন, জেল, জুলুম, দমন, নিপীড়ন অব্যাহত রেখে সরকার আন্দোলন দমন করতে চায়। এসব করে সরকার আন্দোলন দমন করতে পারবে না। এ সময় তিনি অবিলম্বে বিএনপি নেতা ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন ।
এর আগে সকালে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাহবুবুর রহমান লিটন।
প্রতিনিধি/একেবি