বাংলা সাহিত্যের জাগরণ, প্রেম, দ্রোহ, সাম্য ও বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকীতে চার দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু হবে আগামী ২৪ শে মে।
রোববার (১৯ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর। চার দিনব্যাপী অনুষ্ঠানের তিন দিনব্যাপী প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরে।
বিজ্ঞাপন
প্রথম পর্বের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
নজরুল জন্মজয়ন্তীর সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণে ২৪ মে বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী পালিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভায় ‘গান: কথা ও সুর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর।
২৫ শে মে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিশিষ্ট চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াৎ এর সভাপতিত্বে ‘নজরুলের চিন্তামূলক গদ্য’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন। এছাড়াও ‘বাংলার কৃষিভিত্তিক সাম্যবাদ হতে বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজতন্ত্রের উত্তরাধিকার : নজরুল ও বঙ্গবন্ধু দর্শনের ব্যাক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ। এছাড়াও আলোচক হিসেবে আলোচনা করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম।
২৬ শে মে বঙ্গবন্ধু ও নজরুল ভাষ্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ, ‘নজরুলের ছোট গল্প : স্বাতন্ত্র কোথায়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা এবং ‘একুশ শতকে নজরুল সাহিত্য পাঠের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনসার এবং আলোচক হিসেবে আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আনোয়ার সাঈদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তারানা নুপুর।
বিজ্ঞাপন
দুই পর্বের নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত আগামী ২ জুন ঢাকায় (বাংলাদেশ জাতীয় জাদুঘরে)। দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে নজরুল পদক প্রদান, আলোচনা সভা, সঙ্গীত পরিবেশন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবার নজরুল গবেষণায় নজরুল পদকের জন্য নির্বাচিত হয়েছেন ড. গুলশান আরা কাজী এবং অনুপম হায়াৎ। এছাড়াও নজরুল সঙ্গীতে নজরুল পদকের জন্য নির্বাচিত হয়েছেন সঙ্গীতশিল্পী ডালিয়া নওশীন এবং সালাউদ্দিন আহমেদ।
জন্মজয়ন্তী চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র শেখর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি যুক্ত হবেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১২৫ তম জন্মজয়ন্তীতে।
প্রতিনিধি/একেবি