শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রাজবাড়ীতে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের কর্মীসভায় যাওয়ার পথে সালাম মন্ডল (৫৬) ও জাহাঙ্গীর হোসেন (৫০) নামে দুই সমর্থককে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের কর্মীরা।

শনিবার (১৮ মে) সন্ধ্যার পর উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

আহত সালাম মন্ডল নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত কাসেম মন্ডলের ছেলে।

আরও পড়ুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মাশরাফির বিরুদ্ধে

আহত সালাম মন্ডল বলেন, সন্ধ্যার পর উপজেলার সোনাপুর বাজারে আনারস প্রতীকের কর্মীসভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ী গোরস্থানের কাছে পৌঁছালে ৭-৮ জনের একদল যুবক আমাদের হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল বলে স্লোগান দিতে দিতে চলে যায়। তারা যাওয়ার পর স্থানীয়রা আমাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।


বিজ্ঞাপন


আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে আমার নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে আমার দুই কর্মীকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের বক্তব্য নিতে তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

দেবিদ্বারে দুই সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দিল প্রতিপক্ষ

বালিয়াকান্দি থানা পুলিশের ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের দরগার পাশে জহুরের বাড়ির সামনে আনারস প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করে জখম করে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর