লালমনিরহাট কালীগঞ্জে তিস্তা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার তিস্তা পাড়ের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃত ওই কিশোরের নাম জিহাদ মিয়া (১৩)। সে উপজেলার কাশিরাম গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে চার বন্ধুর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যান জিহাদ। গোসল করে সবাই ফিরলেও জিহাদের সন্ধান পাননি তার বন্ধুরা। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক সময় ধরে খোঁজাখুঁজির পরে জিহাদকে অচেতন অবস্থায় পান। পরে তাৎক্ষণিকভাবে পানি থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস