বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজশাহীতে নতুনভাবে আন্দোলন-সংগ্রাম শুরু করার আহবান জানানো হয়েছে।
শনিবার (১৮ মে) বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সোনাদিঘীর মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ আহবান জানান।
বিজ্ঞাপন
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় ভাষাসৈনিকপুত্র রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রেজা হাসান, জাসদের কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি মজিবুল হক বকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান খায়ের, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুশান্ত সরকার এবং জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রাজশাহী আন্দোলনের সূতিকাগার। কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে এটা খুব আনন্দের বিষয়। রাজশাহীতে প্রগতিশীল আন্দোলন হয়েছে। মাদার বখশ-এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, তাদের পরবর্তী প্রজন্মকে কোথায় আছে জানি না। কেন্দ্রীয় এ শহীদ মিনার নির্মাণকাজ সাকসেসফুলি শেষ হলে কিছু না হলেও ২১ ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ সবাইকে পাব। এটি রাজশাহীবাসীর জন্য যথাযথ ঐতিহাসিক উদ্যোগ। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ারও আহবান জানান।
এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর ভাষাসৈনিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু। জেলা পরিষদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিনিধি/একেবি

